রাতারাতি জমির চরিত্র বদল করে দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহ কাপাসাইট মৌজার। অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা গৌতম মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর তারদহ কাপাসাইট মৌজার ১,৩১৩,১,৪৬৫,১,৫২৮ সহ একাধিক দাগের জমির চরিত্র বদল করে বড়বড় পাঁচিল তুলছে এলাকার শাসক দলের নেতারা। ওয়েট ল্যাণ্ডের জমি কীভাবে চরিত্র পরিবর্তন করা সম্ভব? বিরোধীদের অভিযোগ শাসকদলের মদতে চলছে এই অবৈধ কাজ।
বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষার্থে দক্ষিণ কলকাতার একটি বিরাট অংশ জলাভূমি হিসেবে ঘোষণা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। যার মধ্যে ভাঙড়ের বামনঘাটা, তারদহ, বেঁওতা ১, বেঁওতা ২ সহ বেশ কয়েকটি অঞ্চলের কয়েক হাজার জমি আছে। অভিযোগ, সেই জমি ভরাট করে কংক্রিটের নির্মাণ করছে শাসকদলের নেতারা।
জলাভূমিতে মাছ ও পরবর্তীতেতে ধান চাষ করে কোনও রকমে জীবিকা নির্বাহ করত কয়েকশো পরিবার। অভিযোগ জমির চরিত্র বদল করে, ৩০-৪০ বছর ধরে ভোগ দখল করা জমি জোর করে দখল করে নিচ্ছে তৃণমূলের তারদহ অঞ্চলের নেতা এই গৌতম মণ্ডল। TMC বিধায়ক শওকত মোল্লা জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছু জানেন না।
এই ঘটনার পর পাল্টা কটাক্ষ করেন স্থানীয় BJP নেতারা। জমিহারা হয়ে দিশাহীন তারদহের বেশ কিছু পরিবার। লড়াই করে যে জমি তারা ধরে রেখেছে এতদিন আদতে ফসল তোলার পর কি সেই জমি আর থাকবে তাঁদের? আশঙ্কা এবং উৎকন্ঠায় দিন কাটছে তাঁদের।
সংবাদদাতা- প্রসেনজিৎ সাহা