
সমস্ত জল্পনা, বিতর্কের অবসান ঘটিয়ে বীরভূমের জেলা BJP-র সভাপতির পদে বসেছেন উদয় শংকর বন্দ্যোপাধ্যায়। জল্পনা রয়েছে জেলা BJP-র প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা ২০২৬-এর আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন। এছাড়াও, তিনি দুটি মেয়াদে জেলা BJPর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাই BJP-র জেলা সভপতি বদল রুটিন প্রোসিডিওরএটি-এমনই খবর BJPর অন্দরে।
কিন্তু প্রশ্ন হল ভোটের মুখে দায়িত্ব নিয়ে অনুব্রত মণ্ডল, কাজল শেখদের মোকাবিলা করতে পারবেন BJP-র নতুন জেলা সভাপতি উদয় শংকর বন্দ্যোপাধ্যায়? বিশেষজ্ঞরা মনে করছেন, অনুব্রত মণ্ডল-কাজল শেখের দ্বন্দ্ব থাকলেও, ভোটের সময় তৃণমূলকে জেতাতে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন দুজনেই। আর কাজল -কেষ্ট মিলে গেলে অর্থাৎ পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লে কিন্তু তার ফল স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষে যাবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখন প্রশ্ন হল সদ্য দায়িত্ব নিয়ে উদয় শংকর বন্দ্যোপাধ্যায় কি পারবেন, কাজল-কেষ্টর দ্বৈরথকে মোকাবিলা করতে? যদিও উদয়শংকর বলছেন, বীরভূমের পাঁচটি আসনে জিতবেন তাঁরা।
উল্লেখ্য বিষয় হল, বীরভূম বিজেপি জেলা সভাপতি বদল নিয়ে বিতর্ক থেকে জল্পনা। সমস্ত নাটকীয় মোড় শেষে বিজেপি জেলা সভাপতি হলেন উদয় শংকর বন্দ্যোপাধ্যায়। বীরভূমের বিজেপি সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসেবে উদয় শংকর বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণার পর রবিবার, সাঁইথিয়ার মা নন্দিকেশ্বরী মাতার মন্দিরে পুজোর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উদয় শংকর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন স্থানীয় ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা ও কার্যকর্তা।
- শান্তনু হাজরা