Advertisement

বাংলায় নিপা ভাইরাস আতঙ্ক, ঠিক কী পরিস্থিতি? মমতার সঙ্গে কথা বললেন নাড্ডা

গতকাল নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দু'টি সন্দেহজনক ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসল কেন্দ্র সরকারও। সংক্রমণ যাতে আর না ঘটে, সেই দিকে নজর রেখে পদক্ষেপ নিল স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এই তথ্য জানিয়েছেন।

রাজ্যে বিশেষ টিম পাঠাল কেন্দ্র, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীরাজ্যে বিশেষ টিম পাঠাল কেন্দ্র, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Jan 2026,
  • अपडेटेड 10:39 AM IST
  • নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দু'টি সন্দেহজনক ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসল কেন্দ্র সরকারও।
  • সংক্রমণ যাতে আর না ঘটে, সেই দিকে নজর রেখে পদক্ষেপ নিল স্বাস্থ্যমন্ত্রক।
  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এই তথ্য জানিয়েছেন।

বাংলায় নিপা ভাইরাসের আতঙ্ক। গতকাল নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দু'টি সন্দেহজনক ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসল কেন্দ্র সরকারও। সংক্রমণ যাতে আর না ঘটে, সেই দিকে নজর রেখে পদক্ষেপ নিল স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এই তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে নিপা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারকে সাহায্য করতে একটি ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। এই বিশেষ টিমে  রয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন (কলকাতা), ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) (পুনে), ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি (NIE) (চেন্নাই), এইমস কল্যাণী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের ওয়াইল্ডলাইফ বিভাগের বিশেষজ্ঞরা।

জে পি নাড্ডা বলেন, "গতকাল ১১ জানুয়ারি কল্যাণীর ICMR ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে নিপা ভাইরাসের দু'টি সন্দেহজনক কেস পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে করতে পদক্ষেপ নেওয়া শুরু হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপরই কেন্দ্রের তরফে বিশেষজ্ঞ টিম পাঠানো হয়।"

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, নিপা ভাইরাস সংক্রান্ত সমস্ত প্রোটোকল কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স ইউনিট-এর সঙ্গে ইতিমধ্যেই শেয়ার করে দেওয়া হয়েছে। এছাড়াও, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) ও পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশনস সেন্টারও অ্যাক্টিভ করা হয়েছে।

পাশাপাশি জেপি নাড্ডা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন, যাতে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের দল, কেন্দ্রীয় টাস্ক ফোর্সের সঙ্গে মিশে যৌথভাবে কাজ করে।  নাড্ডা বলেন, "আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। তাঁকে অনুরোধ করেছি, যাতে রাজ্যের বিশেষজ্ঞ দল কেন্দ্রীয় সরকারের টিমের সঙ্গে সমন্বয় রেখে একসঙ্গে কাজ করে।" নাড্ডার দাবি, রাজ্য সরকারের তরফে বিষয়টি নিয়ে তাঁকে আশ্বস্ত করা হয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে দপ্তরগুলিকে ইতিমধ্যেই এই বিষয়ে সক্রিয় করা হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement