তীব্র দাবদাহহের মধ্যে রবিবার সন্ধ্যার আচমকা বৃষ্টি ৷ গত দু'দিন ধরে তীব্র গরমের পর বৃষ্টি হল রবিবার সন্ধ্যায়। বৃষ্টি নামল শহরে। সারাদিনের গুমোটভাব সামান্য কাটলেও তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হয়নি। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। তারপর শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। যদিও তার স্থায়িত্ব ছিল খুবই কম। সামান্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে শহরের গুমোটভাব কিছুটা কেটেছে, তবে সোমবার থেকে ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
আজও তাপপ্রবাহের সতর্কতা
এবার বসন্তে গ্রীষ্মের স্বাদ পাচ্ছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। অন্য জেলাগুলিতেও উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া পুরুলিয়াতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গুমোট গরম থাকবে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির সম্ভাবনাও রয়েছে
হাওয়া অফিস বলছে, গরমের মধ্যেই এই সপ্তাহে বৃষ্টি হতে পারে। মিলতে পারে স্বস্তি। প্রসঙ্গত, তীব্র গরমের মাঝেই রবিবার সন্ধ্যায় একপশলা স্বস্তির বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শিলা বৃষ্টিও হয়েছে একাধিক জায়গায়। রবিবারও সকাল থেকে তীব্র গরমে নাজেহাল হচ্ছিলেন দক্ষিণবঙ্গবাসী। সেই আবহেই বিকেলের দিকে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে কিছুটা হলেও কমে গরম। তাপপ্রবাহ ও গুমোট গরমের মাঝে হঠাৎ আবহাওয়ার এহেন ভোল বদলে স্বস্তি ফেরে জনজীবনে ৷ হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। ফলে আজ থেকে শুরু হওয়া সপ্তাহের শেষের দিকে গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলবে বলে মনে করা হচ্ছে।
কাপমাত্রা কি কমবে?
চলতি সপ্তাহে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়তে পারে। তার পরের তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া
চলতি সপ্তাহে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুকনো থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় ১৭ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস বলছে, এদিনও শহরে থাকবে ভ্যাপসা গরম। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। এদিন মূলত শহরে মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্ত ভাবে ঝড়-বষ্টিও হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি