কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে। এই বসন্তেই কাঠফাটা রোদে হাসফাঁস করছে বঙ্গবাসী। তবে মার্চেই গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । সেইসঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে একাধিক জেলায়। হাওয়া অফিস বলছে, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে এরই মাঝে আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনাও আছে। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার সমস্ত জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
তাপপ্রবাহের সতর্কতা জারি
দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি। সোমবার পর্যন্ত টানা তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, রবিবার তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়াতেও। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা বাড়বে। তাপপ্রবাহ না-হলেও সোমবার পর্যন্ত উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও রয়েছে
তবে বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গে।নতুন সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। ২০ এবং ২১ মার্চ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। যদিও এর ফলে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই।
তাপমাত্রা বাড়বে
আগামী তিন দিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। তার পরের দু’দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন সর্বত্র রাতের তাপমাত্রা একই থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে রবিবার তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। যার জেরে ভ্যাপসা গরম অনুভূত হবে। এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান,পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া ও পূর্ব মেদিনীপুরে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, রবিবার বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারেও। উত্তরের বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুকনো। উত্তরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর আগামী ৩ দিন কোথাও তাপমাত্রা সেই অর্থে বড় রকমের হেরফের হবে না। এদিকে উত্তরবঙ্গে ২২ মার্চ পর্যন্ত আর কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই।
কলকাতার পরিস্থিতি
কলকাতায় ১৬ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, এরপর ১৭ মার্চ তা হতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ১৮ মার্চ তা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, ১৯ মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা কমে হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০ তারিখ তা আরও কমে ৩৪ ডিগ্রি হতে পারে এবং ২১ মার্চ তা নামতে পারে ৩৩ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস বলছে, এদিনও শহরে থাকবে ভ্যাপসা গরম। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি। শনিবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি।