সোম ও মঙ্গল, দুদিনই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। এদিনও দক্ষিণবঙ্গ জুড়ে ষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
বৃষ্টির পূর্বাভাস
১৪ সেপ্টেম্বর দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু। অর্থাৎ, বর্ষা বিদায়পর্ব নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে। তবে রাজস্থান থেকে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু সরতে শুরু করলেও দেশের বাকি অংশে এখনও বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই। বিশেষ করে বাংলা থেকে এখনই বর্ষার আবহ সরার সম্ভাবনা দেখছেন না আবহবিদরা। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। প্রসঙ্গত, বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। তবে বাংলায় সরাসরি এই নিম্নচাপের প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বাতাসে আর্দ্রতার উপস্থিতির কারণে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
ঝাড়খণ্ডের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এরফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে এক দু-পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী তিনদিন ধরে চলবে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার, বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তুলনায় এই জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না।
উত্তরবঙ্গের পরিস্থিতি
বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। অতি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হুঁশিয়ারি রয়েছে উপরের পাঁচ জেলা ও উত্তর দিনাজপুরে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারও ভারী ভিজবে উত্তরবঙ্গ। ১৮ তারিখের পর বৃষ্টির দাপট কমবে রাজ্যজুড়ে, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে পরিমাণ অনেকটাই কমবে।
কলকাতায় বৃষ্টি
মঙ্গলবারের মতো বুধবারও সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আগামী কয়েকদিন শহর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
পুজোয় বৃষ্টি?
বাংলাতে আপাতত বর্ষা আরও কয়েক দিন স্থায়ী হবে। সাধারণত বাংলার আকাশে বর্ষার মেঘ অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকে। এ বছর ২৮ সেপ্টেম্বর থেকে পুজো। তাই দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।