চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আকাশের মুখ ভার। কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও অন্ধকার করে আসছে। এদিকে পুজোও চলে এসেছে। পুজোতেও কি বৃষ্টি চলবে? এখন সেই চিন্তাই ভাবাচ্ছে বাঙালিকে। আশঙ্কা বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এখনই বৃষ্টি একেবারে কমে যাওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? সপ্তাহান্তে কি বৃষ্টি মাটি করবে পুজো শপিং? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
বৃষ্টি চলবে
হাওয়া অফিস স্পষ্ট জানাচ্ছে, এই মুহূর্তে সমুদ্রে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ৩.১ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণে উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ব জেলাতেই রয়েে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বেশিরভাগ এলাকাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতাও রয়েছে। শুক্রবার দক্ষিণের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়া জেলাতে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলার বেশিরভাগ এলাকাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। তবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলেও অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কলকাতা নিয়ে পূর্বাভাস
আগামী কয়েকদিন শহর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
পুজোয় বৃষ্টি হবে?
সাধারণত অক্টোবরের প্রথম দশ দিনের পর থেকেই বাংলায় বর্ষা বিদায় নিতে শুরু করে। কিন্তু এই বছর পুজো সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে শুরু, তাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বাংলাতে আপাতত বর্ষা আরও কয়েক দিন স্থায়ী হবে। তাই দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।