Advertisement

September Last Week Weather Forecast: নতুন সপ্তাহ জুড়ে দুর্যোগ, কোন জেলায় কেমন বৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট

শনিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আজ রবিবার মহালয়ার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। এদিকে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। যার ফলে পুজোর সময় বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

 September Last Week Weather Forecast September Last Week Weather Forecast
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2025,
  • अपडेटेड 6:13 AM IST

শনিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।  আজ রবিবার মহালয়ার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। এদিকে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। যার ফলে পুজোর সময় বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া?
আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের দিকের জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে  রবিবার  বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা। তবে সোমবারে পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার থেকে বৃষ্টি ফের কিছুটা বাড়তে পারে। সোমবার উত্তরের আটটি জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। 

কলকাতার আবহাওয়া
আজ বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শহরে  দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি। আর্দ্রতাজনিত অস্বস্তি ও ফিল লাইক টেম্পারেচার বেশি মনে হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন।  বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।

পুজো নিয়ে হাওয়া অফিস কী বলছে?
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপরেখা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যার ফলে বৃষ্টির এই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর বলছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। ২৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। তা ক্রমশ গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পুজোর শেষের দিকে, নবমী এবং দশমীর দিন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement