মহালয়ায় বৃষ্টি হয়েছে, দেবীপক্ষের সূচনাও হয়েছে বৃষ্টি দিয়েছে। হাওয়া অফিস বলছে পুজো ভাসিয়ে দিতে পারে এবার নিম্নচাপের বৃষ্টি। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
চলতি সপ্তাহের আবহাওয়া
হাওয়া অফিস বলছে, ঝড়বৃষ্টির পরিস্থিতি আরও কিছু দিন চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হবে চলতি সপ্তাহে। অন্তত চারটি জেলায় হতে পারে ভারী বর্ষণ। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস জানাচ্ছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির দাপট।
দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতাসহ প্রায় সব জেলায় আকাশ আংশিক থেকে ঘন মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়া বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে। সেখানে সতর্কতা রয়েছে শুধু মঙ্গলবার। বাকি দিনগুলোতে দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টি আগের চেয়ে কমেছে। তবে এখনই আবহাওয়া শুকনো হচ্ছে না। সোমবার উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন পার্বত্য এলাকা, মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে। সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কলকাতার আবহাওয়া
হাওয়া অফিস বলছে, আজ কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তা চলবে বুধবার পর্যন্ত। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি সোমবার, ২২ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। এরপরে বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা-অন্ধ্র প্রদেশের দিকেই। চতুর্থীতে গভীর নিম্নচাপ ঘনীভূত হতে পারে। পঞ্চমীতে ওড়িশা-অন্ধ্র হয়ে স্থলভাগে ঢুকবে গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলাতেও। পুজোর শেষের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে নবমী থেকে বৃষ্টি বাড়বে। রাজ্যের উপকূলে ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। উত্তাল হবে সমুদ্র। ২৫ সেপ্টেম্বর থেকে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।