Advertisement

Weather Bengal: এই তারিখ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

প্রবল গরম দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় মানুষের এখন একটাই প্রশ্ন, জুন মাসের অর্ধেক তো পেরিয়েই গেল... বর্ষা কবে আসছে। সেই প্রশ্নেরই উত্তর দিলেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। 

MonsoonMonsoon
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2024,
  • अपडेटेड 6:53 AM IST
  • জেলায় জেলায় মানুষের এখন একটাই প্রশ্ন, জুন মাসের অর্ধেক তো পেরিয়েই গেল... বর্ষা কবে আসছে।
  • বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি একেবারে অনুকূল।
  • আগামী ১৮-১৯ জুন নাগাদ রাজ্যে বর্ষা প্রবেশের আশা করা যেতে পারে বলে জানান সোমনাথ দত্ত। 

প্রবল গরম দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় মানুষের এখন একটাই প্রশ্ন, জুন মাসের অর্ধেক তো পেরিয়েই গেল... বর্ষা কবে আসছে। সেই প্রশ্নেরই উত্তর দিলেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। 

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি একেবারে অনুকূল রয়েছে। আগামী ৪-৫ দিনে আবহাওয়ার পরিস্থিতি বর্ষার জন্য অনুকূল হবে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা বৃদ্ধি পাবে। 

এর ফলে আগামী ১৮-১৯ জুন নাগাদ রাজ্যে বর্ষা প্রবেশের আশা করা যেতে পারে বলে জানান সোমনাথ দত্ত। 

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বা এক-দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

১৬ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ১৭ জুনও একই পূর্বাভাস। 

এরপর ছবিটা ১৮ জুন থেকে বদলাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই দিন থেকে 'ফেয়ারলি ওয়াইডস্প্রেড', অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ স্থানেই এদিন বৃষ্টিপাত হতে পারে। 

অর্থাৎ, আপাতত বর্ষার আশায় ১৮ জুনের দিকেই তাকিয়ে থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। এইদিন থেকেই বৃষ্টিতে কিছুটা হলেও এই তীব্র গরমের অনুভূতি থেকে স্বস্তি মিলতে পারে। 

Read more!
Advertisement
Advertisement