Advertisement

Heavy Rainfall Alert: বিকেলে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া,গভীর নিম্নচাপে বাংলায় ঘনাচ্ছে দুর্যোগ

খালি বাংলা নয় গোটা দেশের বর্ষা প্রবেশ করেছে। আর এই ভরা বর্ষায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তারই জেরে এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে । লাগাতার এই দুর্যোগ কতদিন চলবে? আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়ার আপডেট।

গভীর নিম্নচাপে ভারী বৃষ্টি গভীর নিম্নচাপে ভারী বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2025,
  • अपडेटेड 12:12 PM IST


খালি বাংলা নয় গোটা দেশের বর্ষা প্রবেশ করেছে। আর এই  ভরা বর্ষায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তারই জেরে এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে । লাগাতার এই দুর্যোগ কতদিন চলবে? আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়ার আপডেট।

নিম্নচাপের জেরে বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। আর তারফলে আপাতত বুধবার পর্যন্ত ভারী  বৃষ্টি হতে পারে বাংলার বহু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের মতে, এই নিম্নচাপের প্রভাবে কোথাও ভারী বর্ষণ, তো কোথাও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাসও অতি সক্রিয়। পূর্বাভাস অনুযায়ী, সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গের উপরে থাকা উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে বাংলা, ওড়িশার সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। সমুদ্রও এর প্রভাবে উত্তাল থাকতে পারে ১ জুলাই পর্যন্ত। মৎস্যজীবীদের সতর্ক থাকতে পরমার্শ দিয়েছে আলিপুর।

দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি?
আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বা বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে সোমবার অর্থাৎ আজ থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বর্ষণ চলতে পারে বলে পূর্বাভাস। ইতিমধ্যেই বৃষ্টির জন্য উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি হয়েছে। সপ্তাহের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং এর মেজাজে থাকতে পারে বৃষ্টি। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে  কলকাতায়, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে  ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কেবল তিন জেলায়— দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। এ ছাড়া, বৃহস্পতিবার থেকে আবার কিছু কিছু জেলায় বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ভারী বর্ষণ চলতে পারে রবিবার পর্যন্ত।

Advertisement

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা
হাওয়া অফিস  জানিয়েছে, ৩০ জুন, অর্থাৎ আজ সোমবার থেকে ৬ জুলাই অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি  হতে পারে। জবপাইগুড়িতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবারের জন্য। এছাড়াও রবিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কালিম্পং-এ, বুধবার পর্যন্ত আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়। হাওয়া অফিস বলছে,  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বর্ষণ চলতে পারে আগামী কয়েক দিন। জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে রবিবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।

কলকাতাতেও বৃষ্টি
সপ্তাহের প্রথম দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতার বিস্তীর্ণ অংশে। ভিজেছে শহরতলিও। সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সকাল থেকে জলমগ্ন। এই পরিস্থিতিতে সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, বৃষ্টি চলবে আরও কিছু দিন। এদিন ,  কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।  সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। রবিবার সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম।  এদিনও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে। 
 

Read more!
Advertisement
Advertisement