
শহরে সেই হাড়কাঁপানো ঠান্ডা আর নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ওই সময়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে। রাজ্য থেকে শীতের বিদায় কি শুরু হয়ে গেছে? সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩টি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক ওয়েদার আপডেট।
হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে হাওয়ার পরিবর্তন শুরু হবে। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। সরস্বতী পুজো পর্যন্ত রাজ্যের আবহাওয়া এমনই থাকবে। পুজোর দিন সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। তবে বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে। সরস্বতী পুজোর দিনে কলকাতায় গরম অনুভূত হবে। পশ্চিম জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি থাকলেও পারদ উপরের দিকে থাকবে। আবহাওয়াবিদদের মতে, পরপর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই পারদ ওঠানামা করছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে, এবং সোমবার আরও একটি ঝঞ্ঝা ঢুকার কথা রয়েছে। তার জেরেই উত্তুরে হাওয়ার গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় কমেছে ঠান্ডার দাপট। এই মরশুমে আর শীতের কামব্যাক করার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের কোনও জেলার তাপমাত্রা রবিবার ৯ ডিগ্রির নীচে নামেনি। ১০ ডিগ্রির নীচে রয়েছে কেবল বাঁকুড়া (৯.৫ ডিগ্রি সেলসিয়াস), বিষ্ণুপুর (৯.৫ ডিগ্রি সেলসিয়াস) এবং বীরভূমের শ্রীনিকেতন (৯.৭ ডিগ্রি সেলসিয়াস)। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। যদিও বৃহস্পতিবার রাতে পশ্চিমের কোনও কোনও জেলায় সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্য জুড়ে শীতের জোরালো আমেজের সম্ভাবনা এই মরশুমে আর সেভাবে নেই। তবে, কুয়াশার দেখা মিলবে। সোমবার পর্যন্ত, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দেখা মিলবে। তবে, বেলা বাড়লে কুয়াশার প্রভাব কেটে যাবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহে আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় হেরফের হবে না। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি। এই সমস্ত জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত।
কলকাতার আবহাওয়া
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.৫ ডিগ্রি কম। শনিবার শহরের তাপমাত্রা ১৩.১ ডিগ্রি পর্যন্ত নেমেছিল। হাওয়া অফিস বলছে, আগামী দু’দিন তাপমাত্রা একইরকম থাকবে। তার পরের চার দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সরস্বতী পুজো আগামী শুক্রবার। তত দিনে ঠান্ডা বেশ খানিকটা কমে যাবে বলেই মনে করা হচ্ছে।