Advertisement

Kali Puja Week Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস, কালীপুজোর সপ্তাহে কেমনবাংলার ২৩ জেলার আবহাওয়া আপডেট

দুর্গাপুজোয় মাঝেমধ্যে বৃষ্টি ভিজিয়েছিল উৎসবের আনন্দ। তাই,কালীপুজো ও ভাইফোঁটায় আকাশ কেমন থাকবে, তা জানতে আগ্রহী অনেকেই। এদিকে, উৎসবের আবহে আবারও বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। রবিবাসরীয় সকাল থেকে মেঘলা আকাশ থাকবে একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

  ঘূর্ণাবর্তের জেরে কালীপুজো-ভাইফোঁটায় হাওয়া বদল? ঘূর্ণাবর্তের জেরে কালীপুজো-ভাইফোঁটায় হাওয়া বদল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2025,
  • अपडेटेड 9:40 AM IST

দুর্গাপুজোয়  মাঝেমধ্যে বৃষ্টি ভিজিয়েছিল উৎসবের আনন্দ।  তাই,কালীপুজো  ও ভাইফোঁটায়  আকাশ কেমন থাকবে, তা জানতে আগ্রহী অনেকেই। এদিকে, উৎসবের আবহে আবারও বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। রবিবাসরীয় সকাল থেকে মেঘলা আকাশ থাকবে একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বাংলায় নতুন করে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই। তুমুল বৃষ্টির সম্ভাবনা বর্তমানে আর নেই। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

হাওয়া অফিসের পূর্বাভাস
বর্ষা বিদায় নিয়েছে গত সপ্তাহেই। এদিকে মৌসুমি বায়ুর প্রকোপ কাটতেই ঢুকতে শুরু করেছে উত্তরের ঠান্ডা বাতাস। যদিও জলীয়বাষ্প পূর্ণ পুবালি বাতাসের সঙ্গে সেই শুষ্ক ঠান্ডা বায়ুর সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে বঙ্গে। আর তার জেরেই কার্যত মুখভার আকাশের। উধাও হয়েছে ভোরের হেমন্তের আমেজও।  রবিবার আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন চার জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের তিন জেলাতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল সংলগ্ন এলাকাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে সেইভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। তবে কালীপুজোর দিন সোমবারও কোনও কোনও অংশে মেঘলা আকাশের দেখা মিলতে পারে। তবে ওই দিন সিংহভাগ অংশেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশেরই দেখা মিলবে। সোমবার থেকে বুধবার, বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে সকালের দিকে অনেক জায়গাতেই কুয়াশার দেখা মিলতে পারে। তবে ইতিমধ্যেই আবার দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।  তবে সপ্তাহের শেষ দিকে হাওয়াবদলের ইঙ্গিত মিলেছে। শনিবার ও রবিবারএকাধিক জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
 উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গো। সোমবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে উত্তরবঙ্গে। ভোরের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা যেতে পারে।

কালীপুজো ও ভাইফোঁটার আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কালীপুজো ও ভাইফোঁটার দিন আকাশ থাকবে সম্পূর্ণ ঝলমলে, বৃষ্টির কোনও আশঙ্কা নেই। ভোরে কিছু জায়গায় হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা দিতে পারে, তবে তা মূলত পার্বত্য ও উপকূল সংলগ্ন জেলাতেই সীমিত থাকবে। বাকি জায়গায় আকাশ পরিষ্কার থাকবে।

কলকাতার আবহাওয়া
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। মূলত পরিষ্কার আকাশ থাকবে শহরে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এদিন বৃষ্টির সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। 

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত
মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে আগামী ৪৮ ঘণ্টায়। ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এই গভীর নিম্নচাপের জেরে একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে।  তবে সৃষ্টির পর এর গতিপ্রকৃতি কেমন থাকে সেটাই এখন দেখার। 


 

Read more!
Advertisement
Advertisement