গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি তবে শুক্রবার পরিস্থিতি ছিল অনুকূল। চতুর্থীর সন্ধ্যায় কলকাতার রাস্তায় নামে মানুষের ঢল। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে একডালিয়া, সর্বত্রই উপচে পড়ে মানুষের ভিড়। তবে আজ পঞ্চমীতে ফের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে পুজোর দিনগুলি কি মাটি হবে? কেমন থাকবে দশমী পর্যন্ত আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট?
পুজোয় বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে অনুযায়ী ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি হয়েছে। বেশ কিছু জেলায় আবার কমলা সতর্কতাও রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে যাবে। তার জেরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের অবস্থান
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা আরও সুস্পষ্ট হয়েছে। এর জেরে শনিবার পঞ্চমী থেকে আগামী বৃহস্পতিবার দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরছিল। নিম্নচাপে পরিণত হয়ে এটি শনিবার সকালে ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রে মুষলধারে বৃষ্টি এবং ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গেও তার প্রভাব পড়বে। নিম্নচাপের জেরে উপকূল এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূল এলাকায় আগাম সতর্কতা জারি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে ১ অক্টোবর ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলার প্রভাবে পঞ্চমী থেকে দশমী প্রতিদিনই।
দশমী পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও সব জেলায় বৃষ্টির সম্ভবনা থাকছে। শনিবার থেকে বৃষ্টি অনেকটাই বাড়বে।
পুজোর মধ্যে নতুন নিম্নচাপ
হাওয়া অফিস বলছে ,অষ্টমীর দিন আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। তারপর নবমীতে সেটা নিম্নচাপের রূপ নিতে পারে। দশমীতে গভীর নিম্নচাপের রূপ নিয়ে তা উপকূলের দিকে এগিয়ে আসবে। ফলে ২ তরিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতর জানাচ্ছে, পঞ্চমীতে দফায় দফায় বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। ষষ্ঠী থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে বৃষ্টিহীন থাকছে না পুজো পর্ব। দফায় দফায় বৃষ্টি হতে থাকবে গোটা পুজো জুড়েই। অষ্টমীর রাত থেকেই বৃষ্টি বাড়বে শহরে। দশমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। একাদশী ও দ্বাদশী পর্যন্ত কলকাতায় বৃষ্টি চলবে। পাশাপাশি, দশমী থেকে কলকাতায় বাজ পড়ার প্রবণতা বাড়বে। তাই আবহাওয়া দফরত, বিসর্জন পর্বে সতর্ক থাকার বার্তা দিচ্ছে। আবহাওয়া দফরত জানাচ্ছে, পুজোয় এই বছর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।