Advertisement

Suevndu Adhikary Prayer To Jagadhatri: 'মমতার হাত থেকে...', জগদ্ধাত্রীর কাছে যা চাইলেন শুভেন্দু

Suevndu Adhikary Prayer To Jagadhatri: শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর বাজার সংলগ্ন সঞ্জীব সরণিতে 'স্বপ্ন উড়ান' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেন। সেখানে তাঁকে জগদ্ধাত্রীদেবীর সামনে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা যায়।

'মমতার হাত থেকে মুক্তি দাও মা' দুর্গাপুরে জগদ্ধাত্রী প্রতিমার সামনে প্রার্থনা শুভেন্দুর
বিশাল দাস
  • দুর্গাপুর,
  • 09 Nov 2024,
  • अपडेटेड 4:23 PM IST

Suevndu Adhikary Prayer To Jagadhatri To Remove Mamamta Banerjee: "মমতার হাত থেকে মুক্তি দাও মা।" দেবী জগদ্ধাত্রীর দিকে হাত জোড় করে প্রার্থনা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। যা প্রকাশ্য়ে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এর আগে বহু বিরোধিতা থাকলেও কাউকে কখনও প্রকাশ্যে এমন প্রার্থনা করতে দেখা যায়নি। ফলে ঘটনার প্রভাব সুদূরপ্রসারী হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর বাজার সংলগ্ন সঞ্জীব সরণিতে 'স্বপ্ন উড়ান' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেন। সেখানে তাঁকে জগদ্ধাত্রীদেবীর সামনে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা যায়। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, "মমতার হাত থেকে মুক্তি দাও মা।" এভাবে দেবী জগদ্ধাত্রীর কাছে অদ্ভুত প্রার্থনার ভিডিও ভাইরাল হয়ে যায়।

রেখা পাত্রের নামে আপত্তিকর মন্তব্য নিয়েও সরব হম শুভেন্দু। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করে তিনি বলেন, "উনি গত কয়েক বছর ধরে যে কথা বলেছেন, তা ভারতীয় সনাতনীদের ওপর আঘাত হেনেছে। বাংলার সংস্কৃতির ওপর আঘাত হেনেছে । ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে বাংলার মানুষকে আঘাত দেয়।"

এরপর তিনি মদন মিত্রকেও আক্রমণ করে বলেন, "উনি সারাদিন নেশা করেন, নেশা খোর। ২০২১ নির্বাচনে উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে আমি হাত কেটে দেব। হাত কেটেছে কি?" কোচবিহারের সিতাইয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সাংসদ জগদীশ বাসুনিয়াও সার্জারি দাওয়াই দেওয়ার হুঙ্কার দেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু বলেন, 'দিয়ে দেখতে বলুন না। তিনি অভিযোগ করেন, "২০২১ সালে ৫৭ জন বিজেপি কর্মীকে মেরে ফেলেছে ওরা। ৪০০ জন জেলে আছে। আরও ৪০০ জন জেলে যাবে।" বাংলা আবাস যোজনা প্রসঙ্গে বলেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি ধনী মানুষের নাম থাকে তাহলে ভিডিও অফিসে বড় বড় তালা ঝুলবে।

Advertisement

সংবাদদাতা: অনিল গিরি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement