
শীতের ছোঁয়া লেগেছে শহর কলকাতায়। ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করেছে। আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এতদিন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ শীতের পথে বাধা হচ্ছিল। তবে আপাতত সেই চিত্র বদলেছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর বৃষ্টি হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পাশাপাশি তাপমাত্রা কমবে আগামী কয়েকদিনে। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিস কী বলছে?
এখনই ভোরের দিকে পাখা বন্ধ করতে হচ্ছে। গায়ে হালকা চাদর চাপাতে হচ্ছে। আবহওয়া দফতরের ইঙ্গিত, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে। ২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতায় পারদ নেমেচে ৩ ডিগ্রি। শনিবারের পর রবিবার সকালেও মহানগরে দিব্যি মালুম হয়েছে হিমের পরশ। সোমবার থেকে নতুন সপ্তাহে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। রাতে তো বটেই, দিনের তাপমাত্রাতেও বিরাট ফারাক চোখে পড়বে। IMD জানিয়েছে, পরবর্তী চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী এক সপ্তাহ রাজ্যের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি
বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। এর প্রভাবে শীতের আমেজ আরও একটু বাড়বে। রবিবার দক্ষিণবঙ্গের আকাশ দিনভর পরিষ্কারই থাকবে। এই মুহূর্তে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে এই সপ্তাহে। IMD জানিয়েছে, আগামী চার দিন রাজ্যের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের দাপট স্পষ্ট। যদিও আপাতত ‘হারকাঁপানো’ ঠান্ডা নেই, তবে আগামী সপ্তাহে ঠান্ডার পরশ আরও জোরালো হবে। সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা। দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
কলকাতা নিয়ে পূর্বাভাস
কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নীচে নামল। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। পরবর্তী তিন-চার দিনে ও তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।