Advertisement

Bengal Weekly Weather Update: বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের কোন জেলার কী হাল? জানুন আপডেট

গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে রাজ্যের একাধিক জেলায়। এরমধ্যেই অগাস্টের দ্বিতীয় সপ্তাহের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে নতুন সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

  আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টির সতর্কতা? আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টির সতর্কতা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2025,
  • अपडेटेड 8:01 AM IST

গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে রাজ্যের একাধিক জেলায়। এরমধ্যেই অগাস্টের দ্বিতীয় সপ্তাহের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে নতুন সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

কী বলছে হাওয়া অফিস?
 বর্ষার বৃষ্টি চলছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব। তার জেরে গোটা রাজ্য জুড়ে চলবে ঝড়বৃষ্টি। হাওয়া অফিস বলছে, হিমালয় সন্নিহিত এলাকা এবং মধ্য বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হবে।  সমগ্র উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস বলছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা দেশের উত্তর‌ অঞ্চল ছেড়ে দক্ষিণে। পাটনার পরে বাঁকুড়া ও দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ–পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশ ও বিহারের উপরে। তার জেরেই অগাস্টের দ্বিতীয় সপ্তাহে বাংলা জুড়ে  বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলাতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও দাপট থাকতে পারে। এদিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ১৪ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আজ, রবিবার এবং কাল, সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। যদিও  বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের। 

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে  ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকদিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারীর সম্ভাবনা রয়েছে। সেই কারণে হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবার আরও বাড়তে পারে বর্ষণ। আগামী শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। সোমবারও একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে। অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারেও। মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির কারণে জল স্তর বাড়বে উত্তরবঙ্গের একাধিক নদীর। প্লাবিত হতে পারে নীচু এলাকাগুলি। ধসের আশঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পার্বত্য এলাকায়।

কলকাতার আবহাওয়া
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা রয়েছে। কখনও হালকা রোদ আবার কখনও মেঘলা আকাশ। হাওয়া অফিস বলছে, আজ, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম কলকাতায়। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। 

Read more!
Advertisement
Advertisement