Advertisement

Heavy Rain Alert: রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস, আজ কলকাতায় কখন বৃষ্টি?

বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। বুধবারের মতো আজও কলকাতায় মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত গোটা রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে বলেও পূর্বাভাস।

শিলাবৃষ্টি কোন কোন জেলায়?শিলাবৃষ্টি কোন কোন জেলায়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2025,
  • अपडेटेड 6:50 AM IST


বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। বুধবারের মতো আজও কলকাতায় মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত গোটা রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে  আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে বলেও পূর্বাভাস। 

কী বলছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দফতরের, প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। যার ফলে আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে।

আজ কোথায় কোথায় বৃষ্টি?
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা 

 বৃষ্টি চলবে রবিবার ফেব্রুয়ারি পর্যন্ত 
২১ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে সম্ভাবনা বেশি বৃষ্টির। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।  রবিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন। আগামী সপ্তাহের সোমবার দক্ষিণবঙ্গে কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গের পরিস্থিতি
আজ  উত্তরবঙ্গে মালদা, কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার  উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাত হতে পারে। শনিবার  উত্তরবঙ্গের দার্জিলিং ও মালদার কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাত এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। রবিবার উত্তরবঙ্গের সব কয়টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং তুষারপাতের সম্ভাবনা। অর্থাৎ দার্জিলিংয়ে প্রতিদিনই তুষারপাতের পূর্বাভাস। আগামী সপ্তাহের সোমবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

Advertisement

কলকাতার আবহাওয়া
এদিনবজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। বুধবার সকাল থেকেই কলকাতায় আকাশ ছিল মেঘলা। এদিনও মেঘলা থাকবে শহরের আকাশ।  বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। আজ ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩.৯ ডিগ্রি বেশি।

Read more!
Advertisement
Advertisement