Advertisement

Bengal Weather Rain Update: আজ থেকে টানা বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস জেলায়-জেলায়, কতদিন চলবে?

বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ। আর এর জেরে টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বিশেষত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Bengal Weather Rain UpdateBengal Weather Rain Update
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 6:40 AM IST

বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ। আর এর জেরে টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বিশেষত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

নিম্নচাপ নিয়ে পূর্বাভাস
আগামী বৃহস্পতিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের উপর আসবে বলে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে। এর প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আপাতত বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এরপর পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সেখানেই তৈরি হতে পারে একটি নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকবে, যার জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বিশেষত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কী সতর্কতা?
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা  সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা  জারি হয়েছে। এসব এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

  • বুধবার- এদিন  কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। সে জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 
  • বৃহস্পতিবার- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সেখানে জারি রয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
  • শুক্রবার- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি। সেখানে জারি হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি হলুদ সতর্কতা। আগামী 
  • শনিবার-  হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করার পরিস্থিতি তৈরি না হলেও ঝড়বৃষ্টি চলবে।
  •  রবিবার- এদিন থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমবে। ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। ওই দিন পর্যন্ত দক্ষিণের সব জেলায়ই চলবে ঝড়বৃষ্টি।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের পরবর্তী কয়েক দিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য সরকার ও আবহাওয়া দফতর থেকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আট জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী শুক্রবার থেকে সেখানে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

কলকাতার আবহাওয়া
 হাওয়া অফিস বলছে,আজ  থেকে কলকাতা শহরেও বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি চলবে সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত। এমনকী শহরের জন্যও জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

Read more!
Advertisement
Advertisement