Advertisement

West Bengal Rain : নিম্নচাপের জেরে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি, কোন কোন জেলায় ভারী বর্ষণ?

শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, তা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশায় এই নিম্নচাপ প্রবেশ করার কথা।

Rain Rain
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 3:07 PM IST
  • শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ
  • তার জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বভাস

শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, তা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশায় এই নিম্নচাপ প্রবেশ করার কথা। পশ্চিমবঙ্গে নিম্নচাপ প্রবেশ করতে না পারলেও এর প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, পড়শি রাজ্যে আছড়ে পড়া এই নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেই রবিবার পর্যন্ত। এদিকে নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল থাকলে সমুদ্র। সেজন্য শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। তিলোত্তমা ও তার আশপাশের এলকাগুলোতে দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওযা বইতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা,হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। কোথাও হাল্কা ও কোথাও মাঝারি বর্ষণ চলবে। সারাদিনের যে কোনও সময় হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বুধবার ওই সমস্ত জেলাগুলোর সঙ্গে মুর্শিদাবাদে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। 

সবথেকে বেশি বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে। তবে তখন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সেদিন থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি ব্যাপকভাবে হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মোট পরিমাণ ১৫০ থেকে ১৭৫ মিলিমিটার হতে পারে। খুব বেশি না হলেও বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতেও। 
 
দক্ষিণবঙ্গের মতো বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমান কম থাকলেও বুধবার থেকে তা বাড়ার সম্ভাবনা আছে। তবে শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে।

 
Read more!
Advertisement
Advertisement