Advertisement

Heavy Rainfall Alert: নিম্নচাপটির গতিবিধি কী? বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, জেলাভিত্তিক পূর্বাভাস রইল

আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এর প্রভাব দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

প্রবল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলিপ্রবল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2025,
  • अपडेटेड 4:18 PM IST

আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এর প্রভাব দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টি
মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ গোপালপুরের কাছে ওড়িশার স্থলভাগে ল্যান্ডফল করেছে। এটি আজ দক্ষিণ ছত্তিশগড় রাজ্যে ঢুকে ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের ফলে আপাতত কিছুদিন সমুদ্র উত্তাল থাকবে। বিশেষত আগামী শুক্রবার ২২ তারিখ এবং শনিবার ২৩ তারিখ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  এর প্রভাব সরাসরি বাংলার উপর না পড়লেও দক্ষিণবঙ্গে  বৃষ্টি চলবে।  গোটা সপ্তাহ জুড়েই রাজ্যের সমস্ত জেলাতেই  বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টি হবে। সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের ৫ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ বুধবার কলকাতা সহ প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে। কাল বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি থাকবে।  সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।  শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হবে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে বুধ ও বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মূলত উপরের দিকের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ বাকি সব জেলাতে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই জেলাতে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ বাকি সব জেলাতে। বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে । শুক্রবার ও শনিবার জলপাইগুড়ি এবং  আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
মঙ্গলবার থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে।  বৃহস্পতিবার ও শুক্রবার  শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।‌ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮৪ শতাংশ। 

Read more!
Advertisement
Advertisement