Advertisement

Weekly Winter Weather Forecast: অবাধ উত্তুরে হাওয়ায় আরও নামবে পারদ, পুরোদস্তুর শীতের আগমন কবে? বড় আপডেট

উত্তর পশ্চিমের শীতল উত্তুরে হাওয়ায় ধীরে ধীরে তাপমাত্রা নামছে রাজ্যের প্রতিটি জেলায় । কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচেই ঘোরাফেরা করছে। কলকাতার পারদ ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে নেমেছে। হাওয়া অফিস বলছে, আগামী দু-তিন দিনে পারদ নামতে পারে আরও ২-৩ ডিগ্রি। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

বাংলা জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাসবাংলা জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2025,
  • अपडेटेड 6:44 AM IST

উত্তর পশ্চিমের শীতল উত্তুরে হাওয়ায় ধীরে ধীরে তাপমাত্রা নামছে রাজ্যের প্রতিটি জেলায় । কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচেই ঘোরাফেরা করছে। কলকাতার পারদ ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে নেমেছে।  হাওয়া অফিস বলছে, আগামী দু-তিন দিনে পারদ নামতে পারে আরও ২-৩ ডিগ্রি। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস যা বলছে
মনোরম আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শীতের আমেজ মিলতে শুরু করেছে গোটা বাংলায়।  হাওয়া অফিস বলছে, বৃষ্টির কোথাও কোনও আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কোথাও কোনও সতর্কতাও জারি করা হয়নি। আগামী দিন কয়েক শীতের এই আমেজ থাকবে বলেই জানিয়েছে  হাওয়া অফিস। 

দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি
নতুন সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে খুব বেশি পারদ পতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই। ভোরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  হালকা কুয়াশা থাকবে।  বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের  জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের নীচে বা তার আশপাশেই ঘোরাঘুরি করছে। IMD-র পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে রাতে ও সকালে পাওয়া যাবে শীতের আমেজ।  উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। 

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পারদ পতন চলবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে নেমেছ কলকাতার আবহাওয়া। চলতি সপ্তাহে শহরের তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। হাওয়া অফিস বলছে, আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তবে পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা একই রকম থাকবে। রাতে ও ভোরে শীতের আমেজ অনুভূত হবে। খুব সকালে হালকা কুয়াশা দেখা যাবে। পরে পরিষ্কার আকাশের দেখা মিলবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

Read more!
Advertisement
Advertisement