Advertisement

Bengal Rain Forecast: সরেছে নিম্নচাপ, তবে আজও ভারী বৃষ্টি এই জেলাগুলিতে, কবে কমবে?

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্যে চলেছে বৃষ্টিপাত। সোম ও মঙ্গলবারের মতো বুধবারও কলকাতার দিন শুরু হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টি দিয়েই। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ। শক্তিক্ষয় করে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। ফলে বুধবার থেকে এর প্রভাব কমবে রাজ্যে। জেলায় জেলায় কমতে পারে বৃষ্টির পরিমাণ। কবে বৃষ্টি একেবারে থামছে না।

আজও দক্ষিণবঙ্গের একাধিক স্থানে ভারী বৃষ্টিআজও দক্ষিণবঙ্গের একাধিক স্থানে ভারী বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2025,
  • अपडेटेड 6:46 AM IST

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্যে চলেছে বৃষ্টিপাত। সোম ও মঙ্গলবারের মতো বুধবারও কলকাতার দিন শুরু হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টি দিয়েই। সোমবার থেকেই  দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। তবে আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে, রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ। শক্তিক্ষয় করে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। ফলে বুধবার থেকে এর  প্রভাব কমবে রাজ্যে। জেলায় জেলায় কমতে পারে বৃষ্টির পরিমাণ। কবে বৃষ্টি একেবারে থামছে না। চলতি সপ্তাহে বাকি দিনগুলোয় কেমন থাকবে বাংলার সমস্ত জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

নিম্নচাপের বর্তমান পরিস্থিতি
হাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল, তা শক্তি হারিয়েছে। এখন  এটি নিম্নচাপ অঞ্চল হিসেবে ঝাড়খণ্ড এবং বিহারের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করবে। ফলে আজ থেকে  নিম্নচাপের প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণ কমবে। তবে বৃষ্টি থামবে না। বু

দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে বৃষ্টি
 এদিনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মোট কথা, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বুধবারের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং বুধবারের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।

Advertisement

উত্তরবঙ্গের জন্য সতর্কতা
 হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে ধীরে ধীরে। তবে   বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অসস্তি বাড়বে। শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনি থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় হবে শনি, রবি ও সোমবারেও।  বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। 

কলকাতার আবহাওয়া
বুধবারও সকাল থেকে মুঘ ভার শহর কলকাতার আকাশের। সেইসঙ্গে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিও। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় । মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে।

Read more!
Advertisement
Advertisement