
শীতের আমেজ থাকলেও হাড়হিম করা ঠান্ডা আর নেই। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাতদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিসের পূর্বাভাস
শীতের বিদায়ের ইঙ্গিত স্পষ্ট পাচ্ছেন রাজ্যবাসী। আবহবিদরা জানাচ্ছেন, তাপমাত্রা খুব একটা বেশি কমার সম্ভাবনা আর নেই। এ বার ধীরে ধীরে শ্লথ হবে শীতের গতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাতদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা মোটামুটি একই স্তরে ঘোরাফেরা করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন তাপমাত্রা রয়েছে, প্রজাতন্ত্র দিবস এবং তার পরবর্তী সময়েও সেভাবেই থাকার সম্ভাবনা। রাজ্যের কোথাও উল্লেখযোগ্য শীত বৃদ্ধি বা বড়সড় পারদ পতনের পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। পুরো রাজ্য জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। আবহাওয়া দফতরের মতে, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা বাড়ছে। ৩১ জানুয়ারির পর ধীরে ধীরে শীত কমতে শুরু করবে এবং এই সপ্তাহেই রাজ্যে জমাট শীতের আমেজ শেষ হতে চলেছে।
দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী সাত দিনে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী পাঁচ দিন সকালে এক, দু’টি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলির কয়েকটি জায়গায় কুয়াশার দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
উত্তরবঙ্গের পরিস্থিতি
আবহাওয়া অফিস বলছে, রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। সর্বোচ্চ ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস।উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে গত কয়েকদিনে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। সোমবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের এক-দু’টি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া
শনিবারে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে ঠান্ডা।