Advertisement

Bengal Weekly Weather Update: ফের নিম্নচাপের বৃষ্টি এই সপ্তাহে, শীত কবে? জানুন ২৩ জেলার আপডেট

নভেম্বর শুরু হয়েছে তবে এখনও সেভাবে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আলিপুর হাওয়া অফিস নতুন সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। জানিয়েছে বঙ্গোপগারে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। যার কারণে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে ২৩টি জেলার আবহাওয়া? পারদ কবে নামবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

 শীতের হাওয়া কবে থেকে? শীতের হাওয়া কবে থেকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 6:34 AM IST

নভেম্বর শুরু হয়েছে তবে  এখনও সেভাবে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আলিপুর হাওয়া অফিস নতুন সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। জানিয়েছে বঙ্গোপগারে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। যার কারণে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে ২৩টি জেলার আবহাওয়া? পারদ কবে নামবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

বঙ্গোপসাগরের  ফের তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল
 বঙ্গোপসাগরের উপরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আর তার দোসর ঘূর্ণাবর্ত।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। রয়েছে ঘূর্ণাবর্তও, যা সমু্দ্র থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। এর গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে। তবে এর জন্য পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাই থাকবে শুকনো। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃষ্টি হতে পারে বুধ আর বৃহস্পতিবার। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার  দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু নিম্নচাপ অঞ্চলের জন্য উত্তাল হবে সমুদ্র। ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সোম থেকে বুধবার পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সেখানে দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৫৫ কিলোমিটার। ওই দুই দিন মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের ওই অংশে যেতে বারণ করা হয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
 উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলা শুষ্কই থাকবে।

কলকাতার পূর্বাভাস
হাওয়া অফিস বলছে, আজ কলকাতায় দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া স্বাভাবিক ও শুষ্ক থাকবে। মঙ্গলবারও আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। দিনে গরম থাকবে। আবহাওয়া মনোরম থাকবে। ৫ নভেম্বর, আকাশ প্রায় পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল দিন কাটবে। কোনও বৃষ্টির সতর্কতা নেই। ৬ নভেম্বরও আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা মনোরম এবং আবহাওয়া স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে IMD।

Advertisement

কবে শীত পড়বে?
 নভেম্বর শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গে এখনও শীতের দেখা নেই। বৃষ্টির জেরে সামান্য তাপমাত্রা এদিক-ওদিক হলেও ভ্যাপসা গরম থাকছে দিনের বেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের শুরুতেও দক্ষিণবঙ্গে শীতের সেভাবে কোনও আভাস নেই। ভালোভাবে শীতের অনুভূতি পেতে পেতে ডিসেম্বর হয়ে যাবে। তবে দক্ষিণবঙ্গে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং ধীরে ধীরে এবার নামতে শুরু করবে তাপমাত্রা। আগামী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা অন্তত দুই থেকে তিন ডিগ্রি কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তারপর তাপমাত্রায় আর বড় কোনও পরিবর্তন হবে না।

Read more!
Advertisement
Advertisement