Advertisement

Bengal Heavy Rain Alert: মঙ্গলবার পর্যন্ত তুমুল ঝড়বৃষ্টি, কোন জেলায় কেমন আবহাওয়া? বড় আপডেট

ভ্যাপসা গরমে জেরবার রাজ্যবাসীর জন্য রয়েছে সুখবর। হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। চলুন আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? জেনে নেওয়া যাক সেই আপডেট-

ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টিঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2025,
  • अपडेटेड 7:18 AM IST

ভ্যাপসা গরমে জেরবার রাজ্যবাসীর জন্য রয়েছে সুখবর। হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে  বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। চলুন আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? জেনে নেওয়া যাক সেই আপডেট-

বাংলাজুড়েই বৃষ্টির পূর্বাভাস
উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাংলার উত্তর ও দক্ষিণ — দু’প্রান্তেই বৃষ্টি নামাতে চলেছে। বিহার  ও হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের উপরে তৈরি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণে ঝাড়খণ্ড হয়ে ছত্তিসগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত হয়েছে। তারই প্রভাবে বাংলার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করেছে।
ওই মেঘ থেকেই আগামী কয়েক দিন গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মতো আজ, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।  আজ বৃহস্পতিবার থেকে টানা অন্তত চার দিনের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে আশা করা হচ্ছে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কমবে।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী  এদিন দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  ১৭ তারিখ দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ,বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দুই বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। ১৮ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। ১৯ ও ২০ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখির সতর্কতা। বেশি বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা। ১৬ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে  ৩০ থেকে ৪০ কিলোমিটার কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ঝড় হওয়ার সম্ভাবনা, হওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে।  

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি এবং উপরের পাঁচটি জেলায় অপেক্ষাকৃত একটু বেশি বৃষ্টি হবে। ১৬ তারিখ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।  ১৭ তারিখ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ১৮ তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে।  উত্তরবঙ্গে ২০ তারিখ পর্যন্ত উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে।  ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

কলকাতার পরিস্থিতি
 দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও। এদিন কলকাতায়  ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার গতিতে হাওয়া এবং বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার  কলকাতায়  বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। বুধবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। দুপুর ও বিকেলের দিকে শহরে হালও থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২০ তারিখ পর্যন্ত শহরে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 
 

Read more!
Advertisement
Advertisement