ফের ভিড় ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি। এবার মর্মান্তিক ঘটনা ঘটল শেওড়াফুলিতে। অফিস টাইমে প্রচণ্ড ভিড় ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে পড়ে লাইনে পড়ে যান। পায়ের উপর দিয়ে চলে যায় ট্রেনে চাকা। পা কেটে বাদ পড়ে গিয়েছে। সকাল পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত যুবকের বয়স আনুমানিক ৩২।
পায়ের উপর দিয়ে চলে যায় ট্রেন
কাজে যাচ্ছিলেন ওই যুবক। শেওড়াফুলি স্টেশনে ব্যান্ডেল লোকাল তখন ঢুকেছে। প্রচণ্ড ভিড়। ঠেলাঠেলি করে ওঠার চেষ্টা করছে সবাই। ওই যুবকও ওঠার চেষ্টা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাত্ ওই যুবকের পা হড়কে যায়। গলে পড়ে যান ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে। পায়ের উপর দিয়ে চলে যায় ট্রেন। গুরুতর আহত ওই যুবক লাইনেই কাতরাচ্ছিলেন। রেল পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যুবকের পা কাটা পড়েছে।
একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে
স্থানীয়রা জানাচ্ছেন, ডাউন ব্যান্ডেল লোকাল শেওড়াফুলির ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। ওই যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তার সূত্র ধরে আহত যাত্রীর নাম, পরিচয়, বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে জিআরপি।
চলতি মাসেই ভিড় ট্রেনের বলি হন ১ যুবক
ভিড় ট্রেনে এই ধরনের মর্মান্তিক ঘটনা চলতি মাসেরই ৭ তারিখ ঘটেছে। শিয়ালদায় প্ল্যাটফর্ম বন্ধ থাকার জেরে গত ৭ জুন শিয়ালদহ মেন শাখায় টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান মহম্মদ আলি হাসান আনসারি নামে এক যুবক। ২২ বছরের আলিকে বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গেটের কাছে ঝুলন্ত অবস্থায় ছিলেন ওই যুবক। আপ লাইনের ট্রেনটি যখন স্টেশনে ঢুকছে, তখনই পড়ে যান তিনি।