Advertisement

Weather Forecast Next Few Days: সংক্রান্তির পরও ঠান্ডার কামড় চলবে, আরও পারদ পতনের পূর্বাভাস, জাঁকিয়ে শীত আর কতদিন?

মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তারপরেও কিছুদিন ঠান্ডা বজায় থাকবে। সেইসঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। চলতি সপ্তাহে পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট চলবে। রাজ্যের ২৩ জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

   মাঘ মাসের শুরুতে আরও কমবে তাপমাত্রা মাঘ মাসের শুরুতে আরও কমবে তাপমাত্রা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2026,
  • अपडेटेड 7:36 AM IST

মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তারপরেও কিছুদিন ঠান্ডা বজায় থাকবে। সেইসঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। চলতি সপ্তাহে পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট চলবে। রাজ্যের ২৩ জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। তার আগে রাজ্যে শুরু হয়ে যাবে উত্তুরে হাওয়ার দাপট। ফলে আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।  এখনই ঠান্ডা কমার সম্ভাবনা নেই। সংক্রান্তিতেও থাকবে জাঁকিয়ে শীত।  পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের শুরুর কয়েক দিন এমনটাই থাকবে আবহাওয়া। কনকনে শীত মাঘ মাসের প্রথম কয়েক সপ্তাহ পর্যন্ত থাকবে বলেই খবর। 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের কাপুনি
আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।  গোটা দক্ষিণবঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নীচে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সম্ভবনা নেই বললেই চলে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা থাকার সম্ভবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দাপট বাড়াবে কুয়াশা।  হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে কুয়াশা বেশি থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। শুকনো থাকবে আবহাওয়া।

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
উত্তরবঙ্গে  আগামী সাত দিনে রাতের তাপমাত্রা বিশেষ ওঠানামার সম্ভাবনা নেই। পৌষ সংক্রান্তি থেকে জমিয়ে শীতের স্পেল চলবে উত্তরবঙ্গ।  দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরবঙ্গের কয়েক জেলায় বৃহস্পতিবার থেকে বাড়বে কুয়াশার দাপট। ওই দিন দার্জিলিং, উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে।  চার জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট চলবে। 

Advertisement

কলকাতার পরিস্থিতি
মঙ্গলবার তাপমাত্রা নেমেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তুরে হাওয়ার দাপটে আগামী ৫ থেকে ৬ দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আগামী এক সপ্তাহ শীতের আমেজ বজায় থাকবে শহরে। মকর সংক্রান্তিতে 'কনকনে ঠান্ডা' অনুভূত হবে। বিশেষ করে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা থাকবে। সূর্যাস্তের পর ও ভোরের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। 

Read more!
Advertisement
Advertisement