Advertisement

Bengal Weekend Weather Forecast: মাঘে কি আর জাঁকিয়ে ঠান্ডা পড়বে না? শীত বিদায়ের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস

পৌষের শেষদিন মকর সংক্রান্তিতে কলকাতার পারদ ছিল ১৩ ডিগ্রির ঘরে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত বিদায় হচ্ছে না এখনই। হাওয়া অফিস বলছে, মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকবে। তবে আপাতত জাঁকিয়ে শীতেরও পূর্বাভাস নেই। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

সপ্তাহান্তে কেমন থাকবে ২৩ জেলার আবহাওয়া? সপ্তাহান্তে কেমন থাকবে ২৩ জেলার আবহাওয়া?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jan 2026,
  • अपडेटेड 8:24 AM IST

পৌষের শেষদিন মকর সংক্রান্তিতে কলকাতার পারদ ছিল ১৩ ডিগ্রির ঘরে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত বিদায় হচ্ছে না এখনই। হাওয়া অফিস বলছে, মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকবে। তবে আপাতত জাঁকিয়ে শীতেরও পূর্বাভাস নেই। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস জানাচ্ছে
দিনকয়েক জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল রাজ্যে। যদিও  হাড়কাঁপানি সেই ঠান্ডা গত কয়েকদিন ধরে আর অনুভূত হচ্ছে না। যদিও হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শীতের প্রভাব থাকবে। তবে চলতি সপ্তাহান্ত থেকেই ঠান্ডা কমতে চলেছে রাজ্যে। রাজ্যের প্রত্যেক জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দফতর বলছে, আপাতত  ১৯ তারিখ পর্যন্ত রাজ্যে জোরালো শীতের স্পেল দেখা যেতে পারে। আগামী সপ্তাহে সরস্বতী পুজোর দিন পর্যন্ত চলবে জোরালো শীতের আমেজ। জানুয়ারির শেষ পর্যন্ত ভোরে এবং রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে শীত বিদায় নিতে পারে বাংলা থেকে।  

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর  সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টার  স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নীচেই থাকবে পারদ। অর্থাৎ মাঘ মাসের শুরুর ক’দিন জাঁকিয়ে শীত পড়বে। সক্রিয় থাকবে উত্তুরে হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও ঠান্ডার আমেজ থাকবে। পশ্চিমের বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। তবে IMD সূত্রে খবর, রবিবার থেকেই  ঠান্ডা আবহাওয়া কমতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালবেলা কুয়াশার দাপট থাকবে। যদিও বেলা বাড়লে কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যাবে। বিশেষত, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা।   কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট তুঙ্গে। আপাতত  কনকনে ঠান্ডা বজায় থাকবে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ২ ঠেলে ৪ ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।  আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। তবে কুয়াশার দাপট আরও বাড়বে চলতি সপ্তাহে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। এই সব জেলায় জারি হলুদ সতর্কতা। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার সহ সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে।

কলকাতার পরিস্থিতি
আপাতত আগামী ৫-৬ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আরও কয়েক দিন শহরে শীতের ভরপুর আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম।

Read more!
Advertisement
Advertisement