Advertisement

Weekly Weather Forecast: এই দিন থেকে ফের কনকনে শীত কলকাতায়, নতুন সপ্তাহে ২৩ জেলার আবহাওয়া কেমন? জানুন আপডেট

নতুন বছরের শুরুতেই কনকনে শীতের অনুভূতি পেয়েছিল কলকাতা। পারদ নেমে গিয়েছিল ১১ ডিগ্রিতে। তবে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে যায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে শীতের কাঁপুনি। ফের কবে পারা পতন হবে? নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার সব জেলার আবহাওয়া? কী বলছে আবহাওয়া দফতর, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাড়কাঁপানো শীত ফিরছেহাড়কাঁপানো শীত ফিরছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 7:35 AM IST

নতুন বছরের শুরুতেই  কনকনে শীতের অনুভূতি পেয়েছিল কলকাতা। পারদ নেমে গিয়েছিল ১১ ডিগ্রিতে।  তবে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে যায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে  কিছুটা কমেছে শীতের কাঁপুনি।  ফের কবে পারা পতন হবে? নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার সব জেলার আবহাওয়া? কী বলছে আবহাওয়া দফতর, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। তবে এই ঝঞ্ঝা কাটিয়ে মঙ্গলবার থেকে আবার পারদপতন শুরু হবে। নতুন সপ্তাহেই ফের জাঁকিয়ে শীত পড়তে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর পশ্চিমি ঝঞ্ঝা দুর্বল হলে উত্তুরে হাওয়া ফের ঢুকবে বঙ্গে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
 শীতের আমেজ কমেছে  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে পারদ ধীরে ধীরে চড়বে। তবে এই চিত্র বদলে যাবে শীঘ্রই। মঙ্গলবার থেকে ফের পারদপতনের পালা। নতুন করে নামবে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে পরবর্তী দু’দিনে। বুধবার-বৃহস্পতিবার নাগাদ দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূমে কুয়াশার দাপট থাকবে।

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
 উত্তরবঙ্গে শীতের প্রভাব দৃশ্যমান। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা। তাছাড়া আগামী বুধবার পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। ভোর এবং রাতের দিকে অনেকটাই কমবে দৃশ্যমানতা। নতুন সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

Advertisement

কলকাতার পরিস্থিতি
কলকাতায় কনকনে ঠান্ডা থেকে সাময়িক বিরতি। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের কমবে তাপমাত্রা। নতুন সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসবে পারদ। আজ ও আগামিকাল কুয়াশার প্রভাব বাড়বে। মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। 

Read more!
Advertisement
Advertisement