
পশ্চিমী ঝঞ্ঝার জেরে শনিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৫ ডিগ্রি। তবে তাপমাত্রা বাড়লেও কাঁপুনি ধরিয়েছিল উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে শীতের কাঁপুনির হাত থেকে রেহাই নেই। সেইসঙ্গে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে আরও নামবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিসের পূর্বাভাস
আবহাওয়া দফতর সূত্রে খবর, ৫ জানুয়ারি সোমবার থেকে শুরু করে পরবর্তী ১২ জানুয়ারি সোমবার পর্যন্ত আবারও নতুন করে বাংলার সব জেলাতেই জাঁকিয়ে শীত পরার সম্ভবনা। জলপাইগুড়ির ও কালিম্পং জেলার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর দু একটি জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এদিকে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া। হাওয়া অফিস সূত্রে দাবি, এর নেপথ্যে মেঘ। রবিবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির আকাশ ছিল মেঘলা। রোদ ওঠেনি। তার ফলেই ঠান্ডা বেড়েছে। মেঘের কারণে সূর্যের তাপ সরাসরি প্রভাব বিস্তার করতে পারছে না। রোদ উঠলে পরিস্থিতি এমন থাকত না বলেই মত আবহবিদদের।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও কড়া শীতের আমেজ রয়েছে। হাওয়া অফিস বলছে, পশ্চিমি ঝঞ্ঝা দুর্বল হলে উত্তুরে হাওয়া ফের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। ফলে আগামী মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহ থেকে ফের তাপমাত্রা নামবে। আগামী তিন দিনে নতুন করে দুই থেকে তিন ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তারপর বৃহস্পতিবার থেকে আর বাকি সপ্তাহে তেমন হেরফেরের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি নীচে থাকবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ শীত আরও জাঁকিয়ে বসবে। বৃষ্টি হবে না আপাতত। সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ।
উত্তরবঙ্গে ঠান্ডার ইনিংস চলবে
নতুন সপ্তাহে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর। দার্জিলিঙে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও। শীতের দাপট আরও বাড়বে আগামী কয়েক দিনে। উত্তরব আগামী কয়েকদিনে তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি কমতে পারে আরও। ঘন কুয়াশার কড়া সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি নীচে থাকার পূর্বাভাস।
কলকাতার আবহাওয়া
সোমবারের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে এবং ফের উত্তরের হাওয়া সক্রিয় হবে। এর জেরে ফের বুধবারের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। সপ্তাহের মাঝামাঝি সময় কলকাতার পারদ আরও নেমে যেতে পারে।