Advertisement

Cold Weather Update in Bengal: কলকাতার পারদ নামল ১০ ডিগ্রিতে, হাড়কাঁপানো শীত আর কতদিন? জানাল হাওয়া অফিস

দক্ষিণবঙ্গ জুড়ে কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। সকাল থেকে রাত, ঠান্ডা হাওয়ার সঙ্গে ফের ফিরে এসেছে জাঁকিয়ে শীত। এরমধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস, ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়বে। আরও খানিকটা নামবে তাপমাত্রা। উত্তরে রয়েছে তুষারপাতের সম্ভাবনা।

উত্তুরে হাওয়ার দাপটে শীতে কাঁপছে গোটা বাংলাউত্তুরে হাওয়ার দাপটে শীতে কাঁপছে গোটা বাংলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 7:03 AM IST

দক্ষিণবঙ্গ জুড়ে কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। সকাল থেকে রাত, ঠান্ডা হাওয়ার সঙ্গে ফের ফিরে এসেছে  জাঁকিয়ে শীত। এরমধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস, ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়বে। আরও খানিকটা নামবে তাপমাত্রা। উত্তরে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আগামী দিনগুলিতে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

শীত নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন এই ঠান্ডার দাপট আরও বজায় থাকবে। দিনের বেশিরভাগ সময়ই থাকবে শীতের জমাট অনুভূতি, সঙ্গে কুয়াশাচ্ছন্ন আকাশ। উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাজ্যের ৯টি জেলায় সবচেয়ে বেশি থাকবে শীতের কামড়।এর মধ্যে, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং  দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে সবচেয়ে নীচে থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের  বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নীচে থাকার পূর্বাভাস। এই জেলাগুলিতে শীতের প্রভাব অনুভূত হবে দিনের বেশিরভাগ সময় জুড়ে। রাস্তাঘাটেও থাকবে হালকা কুয়াশার প্রভাব।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
গত কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। তবে আপাতত ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়েছে। হু হু করে নামছে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে,  দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। তার পরের তিন থেকে চার দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই-চার ডিগ্রি নীচে থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়ার মেজাজ বদলাবে। এক ধাক্কায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে।  বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে  নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, শীত আবার স্বমহিমায় ফিরছে। রোদ না-উঠলেও দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়াই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে জেলায় জেলায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। 

Advertisement

উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে পূর্বাভাস
 উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে উত্তরে। তার পরের চার দিন রাতের তাপমাত্রা একইরকম থাকবে।  আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিঙে হালকা বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে তুষারপাত হতে পারে। এ ছাড়া, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পঙে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা দিনের অধিকাংশ সময়েই থাকতে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত।

কলকাতার পরিস্থিতি
কলকাতা জুড়ে ঘন কুয়াশার দাপট। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধেয় আলিপুর হাওয়া অফিসের প্রকাশ করা ওয়েদার রিপোর্ট অনুযায়ী,  শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম। হাওয়া অফিস বলছে শহরে  আগামী কয়েকদিনে আরও দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। এরপরে, তিন-চার দিনে তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে জমিয়ে শীতের স্পেল থাকবে আরও পাঁচ-সাতদিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম।

Read more!
Advertisement
Advertisement