Advertisement

Bengal Winter Forecast: বাংলা জুড়ে নামছে পারদ, কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কবে? বলে দিল হাওয়া অফিস

নামছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে। ভোরে আর রাতের দিকেও ভালোই ঠান্ডা লাগছে। বলতে গেলে, শীতের হালকা ছোঁয়া পেয়েছে বাংলা। তাই এখন একটাই প্রশ্ন, পাকাপাকিভাবে শীতটা কবে পড়ছে? এই নিয়ে কী বলছে হাওয়া অফিস? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

রোজই নামছে তাপমাত্রার পারদরোজই নামছে তাপমাত্রার পারদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2025,
  • अपडेटेड 8:01 AM IST

নামছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে। ভোরে আর রাতের দিকেও ভালোই ঠান্ডা লাগছে। বলতে গেলে, শীতের হালকা ছোঁয়া পেয়েছে বাংলা। তাই এখন একটাই প্রশ্ন, পাকাপাকিভাবে শীতটা কবে পড়ছে? এই নিয়ে কী বলছে হাওয়া অফিস? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
 হাওয়া অফিস  জানিয়েছে, ভোরবেলা আর রাতে হালকা শীতের আমেজ থাকবে, সঙ্গী হবে কুয়াশা। উপকূলের জেলাগুলো এবং আশপাশের এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা বেশি। কলকাতা-সহ হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া ছাড়াও আরও কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশাও দেখা যেতে পারে। তবে আগামী চার-পাঁচ দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না, রাতের ঠান্ডা মোটামুটি একই রকম থাকবে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ভোর আর রাতের সময় শীতের আমেজ সবচেয়ে বেশি টের পাওয়া যাবে। ভোরে আর রাতের দিকেও ভালোই ঠান্ডা লাগবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজ কমে যাবে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট থাকবে। শীতের আমেজ চলবে আগামী শনিবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি
আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রার পারদ কমপক্ষে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী তিন-চার দিন তাপমাত্রা একই থাকতে পারে বলে পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে আরও বাড়তে পারে শীতের আমেজ। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রির নীচে নেমে গিয়েছে । ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বীরভূম, বাঁকুড়ার কোনও কোনও এলাকার তাপমাত্রা।  রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৩ ডিগ্রি ছুঁতে পারে । কলকাতাতেও নতুন সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা নেমে ১৮ ডিগ্রি ছুঁতে পারে । বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও শীতের আগমনী ঘটেছে । আটটি জেলা শীতের অনুভূতি পেতে শুরু করেছে । ভোরে কুয়াশার দাপট যথেষ্ট । আপাতত দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  সপ্তাহান্তে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। হাড় কাঁপান শীত পড়তে চলেছে উত্তরের জেলাগুলিতে।

Advertisement

কলকাতা নিয়ে পূর্বাভাস
কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল রবিবারই। সোমেও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮  থেকে ২৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। রাতে ও ভোরে শীতের আমেজ বাড়বে। আগামী কয়েকদিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা থাকবে, পরে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। 

Read more!
Advertisement
Advertisement