Advertisement

Sankrail Hospital: রাতে ভর্তি, সকালে রোগিনীর মৃতদেহ সাঁকরাইলের সরকারি হাসপাতালের সামনের রাস্তায়!

বুধবার সকালে সাঁকরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তায় উদ্ধার হয় এক মহিলার দেহ। মৃতার নাম কল্পতি পাসি।

বিতর্কে সাঁকরাইলের হাসপাতাল।বিতর্কে সাঁকরাইলের হাসপাতাল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Mar 2025,
  • अपडेटेड 8:48 PM IST
  • সরকারি হাসপাতালের সামনের রাস্তায় মহিলার দেহ উদ্ধার।
  • সাঁকরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের ঘটনা।

সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া রোগিনীর মৃতদেহ পাওয়া গেল হাসপাতালের সামনের রাস্তায়। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলে। মৃতার নাম কল্পতি পাসি। পেটের যন্ত্রণা নিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। গোটা ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। 

বুধবার সকালে সাঁকরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তায় উদ্ধার হয় এক মহিলার দেহ। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কল্পতি পাসি(৬৫) নামে ওই মহিলা রাস্তায় পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে রাতভর রাখা হয়েছিল।কিন্তু বুধবার সকালে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় হাসপাতালের সামনে। প্রশ্নের মুখে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। 

মৃতার আত্মীয়রা জানান, হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কল্পতিকে। কিন্তু রাস্তায় তাঁর দেহ কীভাবে পাওয়া গেল,তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে সাঁকরাইল থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হাসপাতালের তরফে বাড়ির লোকজনকে জানানো হয়েছে, চিকিৎসার জন্য এলেও ওই মহিলাকে ভর্তি নেওয়া হয়নি। তবে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানিয়েছেন, একটি বিশেষ দল তৈরি করে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কী ঘটনা ঘটেছে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারওর গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement