Advertisement

বর্ধমানের রাস্তায় গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীলতা, ধৃত বাইক আরোহি

টোটোয় বসে চার তরুণী। পিছু ধাওয়া করছে এক যুবক। সে বাইকে সওয়ার। মুখে মাস্ক। বাইক চালাতে চালাতেই প্যান্টের চেন খুলে ফেলেছে। বারবার গোপনাঙ্গ দেখাচ্ছে । টোটোয় সওয়ার তরুণী এই ‘অভব্যতা’ ক্যামেরাবন্দি করেন। সোশাল মিডিয়ায় পোস্টও করেন ভিডিওটি। ওই ভিডিওটি বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে।

বর্ধমান বর্ধমান
স্বপন কুমার মুখার্জি
  • বর্ধমান,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 6:31 PM IST

টোটোয় বসে চার তরুণী। পিছু ধাওয়া করছে এক যুবক। সে বাইকে সওয়ার। মুখে মাস্ক। বাইক চালাতে চালাতেই প্যান্টের চেন খুলে ফেলেছে। বারবার গোপনাঙ্গ দেখাচ্ছে । টোটোয় সওয়ার তরুণী এই ‘অভব্যতা’ ক্যামেরাবন্দি করেন। সোশাল মিডিয়ায় পোস্টও করেন ভিডিওটি। ওই ভিডিওটি বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে।

ঘটনাটি বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ের। বৃহস্পতিবার, ৯ অক্টোবর বিকেলে ওই এলাকায় টোটো ধরতে  চার তরুণী যাচ্ছিলেন।  অভিযোগ, সেই সময় বাইকে করে ওই যুবক এসে তাদের ডাকে। জানা গিয়েছে তরুণীরা তড়িঘড়ি টোটোতে উঠে পড়ে। তখন ওই যুবক গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ।  তরুণীরা জানিয়েছে যে ওই যুবকই তাদেরকে ভিডিও করতে  বলেছিল এবং ভাইরাল করতে বলেছিল । তারা তাই ভিডিও করে।

মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন করতে চেয়েছিল যুবক। যদিও তা পারেননি বলেই দাবি অভিযোগকারিণী তরুণীর। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ওই যুবকের নাম বাবু বিশ্বাস। স্থানীয় বাসিন্দা। এই ঘটনার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। যা নজরে পড়ে বর্ধমান সাইবার থানার পুলিশের। যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। যুবতীদের তরফ থেকেও অভিযোগ দায়ের হয়েছে থানায়। ওই যুবকের অশ্লীল আচরণের সময় রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। সকলের নজর এড়িয়ে কীভাবে এমন অশোভনীয় কাজ করলেন ওই যুবক, সে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ওই ভিডিও দেখে বলছেন, ওই যুবক বিকৃতকাম। সে কারণেই তরুণীদের দেখে এমন কাজ করেছেন। ওই যুবকের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন অনেকেই। এই ঘটনায় স্বাভাবিকভাবে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্কিত টোটোয় থাকা ওই চার তরুণীও। ওই যুবকের সঙ্গে তাঁদের কোনও পরিচয় নেই বলেই জানা গিয়েছে। তা সত্ত্বেও ঠিক কোন উদ্দেশ্যে এই কাজ করেছেন ওই যুবক, আগেও এমন কাজ করেছেন কিনা, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  খুব শীঘ্রই ওই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই পুলিশ সূত্রে খবর।

Advertisement

 বর্ধমান থানায় লিখিত অভিযোগ হয়েছে । তবে এখনও অধরা অভিযুক্ত। একই সঙ্গে এমন অশ্লীল আচরণের  ভিডিও পরবর্তীতে কোনো রাখঢাক  না করেই সমাজ মাধ্যমে কি করে যুবতি পোস্ট করলেন সেটা নিয়েও আলোচনা হচ্ছে । কারণ  আইনজীবীদের মতে এটাও একটা আইনত অপরাধ । যে যুবক এমন অশ্লীল আচরণ করেছে  তার বিরুদ্ধে অবশ্যই আইনত পদক্ষেপ করা উচিত। কিন্তু তার জন্য পুলিশ প্রশাসন আইন রয়েছে। ওই ভিডিও প্রমাণ স্বরূপ ব্যবহার করে সুস্পষ্ট অভিযোগের মাধ্যমেই সেটা সম্ভব।  কখনোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নয়। আর সোশ্যাল মিডিয়ার পোস্ট করলেও শালীনতা  রেখে পোস্ট করাটাই উচিত। কোনও অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আইটি অ্যাক্টে দণ্ডনীয় অপরাধ। এবং তার সাজা জামিন অযোগ্য।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement