Advertisement

রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার যুবক

রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। এক যুবক নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করে এলাকার বেশ কিছু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। কিন্তু এদিন ফাঁদে পড়েছে অভিযুক্ত।

স্বপন কুমার মুখার্জি
  • 29 Dec 2025,
  • अपडेटेड 8:57 PM IST
  • রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ।
  • এক যুবক নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করে এলাকার বেশ কিছু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।
  • এদিন ফাঁদে পড়েছে অভিযুক্ত।

রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। এক যুবক নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করে এলাকার বেশ কিছু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। কিন্তু এদিন ফাঁদে পড়েছে অভিযুক্ত। 

জানা গিয়েছে, এদিন আরও একজনকে চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত হাওড়ার ডোমজুড় এলাকায় গিয়েছিল। তখন একজনের প্রতারিত অভিভাবক অভিযুক্তকে নীল বাতি লাগানো গাড়িতে দেখতে পান। এরপরই তিনি বাইকে করে অভিযুক্তের গাড়ি ধাওয়া করেন। অবশেষে একটি হাসপাতালের সামনে অভিযুক্তের গাড়ি আটকে করতে সক্ষম হন। সেখানেই বেশ কিছুক্ষণ অভিযুক্ত যুবকের সঙ্গে কথাবার্তা হয় প্রতারিতের বাবার। এরপরই উত্তেজিত জনতা ঘিরে ফেলে অভিযুক্তকে মারধর করতে শুরু করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় এলাকায়। 

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সৌভিক পাড়ুই।  তাকে মারধর করার খবর পুলিশের কাছে পৌঁছতে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

বৈদ্যনাথ ঝা

Read more!
Advertisement
Advertisement