ডানকুনিতে ভর সন্ধেয় শ্যুটআউট। এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় পুলিশ। চিকিৎসা চলাকালীন গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে। ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটির কাছে সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধের নাম বান্টি সাউ।
বান্টি জেসিবি চালান। ডানকুনি বন্দের বিলে তাঁদের বাড়ি। বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। গুলি লেগে বাইক নিয়ে রাস্তায় পড়ে যান বান্টি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুকের বাঁ দিকে গুলি লেগেছে যুবকের। বুকে হাত দিয়েদিল্লি রোডে লুটিয়ে পড়েন ওই যুবক। গুলি চলার ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে জায়গাটিতে যুবক গুলিবিদ্ধ হয়েছেন, সেই জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন পুলিশকর্মীরা।
তাঁর বাবা রাজকুমার সাউ জানিয়েছেন, বান্টির সঙ্গে কারও শত্রুতা রয়েছে বলে তিনি জানেন না। আততায়ীদের দ্রুত গ্রেফতারির দাবিও জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে গোটা এলাকা থমথমে। এছাড়াও কাজে সূত্রে কোনও ঝামেলায় বান্টি জড়িয়েছিলেন কি না তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে গিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা।