পিকের আইপ্যাক নাকি চোর, ডাকাত, তোলাবাজদের রেখেছে শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের পোস্ট করার জন্য। না না এই কথা আমরা বলছি না। বলছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর কথায় আইপ্যাকের আর অন্য কাজ নেই। সকাল থেকে তারা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে শুরু করে। তাঁর কথায় আইপ্যাকের আক্রমণ করার লক্ষ্য হলেন শুভেন্দু বাবু। সকাল আটটা বাজা মাত্রই তাঁকে নিয়ে মিম পোস্ট করা শুরু হয়ে যায়। এখানেই শুভেন্দু অধিকারী থেমে থাকেননি। তাঁর কথায় আইপ্যাককে এই কাজ করার জন্য রাজ্য সরকার টাকা দিচ্ছে।