তৃণমূল কংগ্রেসের পতাকা উড়ছে চারদিকে। একেবারে শক্তিগড় থেকে ভিড় অনুগামীদের। উত্সবের মেজাজ। কান পাতা দায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো 'বীরের সম্মানে'ই প্রত্যার্তন হল বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।