কুমিরকে টিভির পর্দায় দেখতে বা চিড়িয়াখানায় দেখতে অনেকেই আমরা মজা পাই। খুব বেশি হলে সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে কুমিরের কোনও ভিডিও দেখলে একটু থমকে গিয়ে ভিডিওটার মজা নি। কিন্তু ভাবুন আপনি পুকুরে স্নান করতে নেমেছেন। তখন আপনার একদম পাশে ঘাপটি মেরে লুকিয়ে থাকা এক কুমির বাবাজি হঠাৎ হাজির। কী করবেন আপনি। হয় প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করবেন কিংবা চমকে যাবেন। ঠিক যেমন কুমির দেখে আতঙ্কিত গোসাবার মন্মথনগরের বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনার গোসাবা থানার অন্তর্গত বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের মন্মথনগরে সন্তোষ বর্মন নামে এক ব্যক্তির পুকুরে ঢুকে পড়ে একটা কুমির। হঠাৎই গ্রামবাসীরা লক্ষ্য করেন সন্তোষ বর্মনের বাড়ির পাশে তাঁর পুকুর পাড়ে একটি বিশালাকার কুমির শুয়ে আছে মহানন্দে। তাকে দেখা মাত্রই উৎসুক মানুষের ভিড় জমে। কয়েকজন তাঁদেরই মধ্যে খবর দেন গোসাবা রেঞ্জের বনকর্মীদের। উফ গ্রামবাসীরা তাকে দেখে এতো হইহুল্লোর করে, যে সে রেগে গিয়ে জলে নেমে যায়। স্থানীয় সূত্রে খবর মন্মথনগর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরি নদী। সেই নদী থেকে উঠে মন্মথনগর গ্রামের মধ্যে ঢুকে পড়ে কুমিরটি। ঘটনার খবর পেয়ে গোসাবা রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে এসে কুমিরটি উদ্ধার করার চেষ্টা করে। মনে হয় দক্ষিণ 24 পরগনাকে কুমিরদের ভীষণ পছন্দ হয়েছে। কারণ এর আগে পাথরপ্রতিমায় পুকুরের মধ্যে কুমিরকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন স্থানীয়রা।