শুরু হল জয়দেবের মেলা। লক্ষ লক্ষ সাধু-সন্ত হাজির হন এখানে। ৩০০-র বেশি অস্থায়ী আখড়া রয়েছে অজয় নদের তীরে। ১৬৮৩ সালে বীরভূমের অজয় নদের তীরে রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই হিসেবে ৪০০ বছরের প্রাচীন বাউল ফকিরের এই মেলা।