আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ফের তপ্ত বীরভূম। প্রায় নিয়ম করেই বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। শনিবার 17 জুন বীরবূমের সিউড়ি বাসস্ট্যান্ড থেকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বীরভূমের সিউড়ি বাস স্ট্যান্ড থেকে 3 টি সেমি-অটোমেটিক পিস্তল, 1 টি ইম্প্রোভাইজ পাইপগান, 5 টি পিস্তল ম্যাগাজিন, 71 রাউন্ড কার্তুজ সহ 1 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রাজ্য STF। সিউড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। এদিকে এদিনই বীরভূমের শান্তিনিকেতন, আহমেদপুর ও নানুরের 3 জায়গাতে বোমা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে। নানুর থানার অন্তগর্ত 25 - 30 টি ,শান্তিনিকেতন থানা এলকা থেকে 50 টির মতো ।