উত্তর ২৪ পরগনার হাকিমপুরে ভারত বাংলাদেশ সীমান্তে নজিরবিহীন ভিড়। রাস্তার ধারে ত্রিপল, ব্যাগ, কম্বল নিয়ে বসে কয়েকশো বাংলাদেশি। কোথা থেকে ফিরছেন এত বাংলাদেশি নাগরিক? কীভাবেই বা এদেশে এতদিন ছিলেন? চাঞ্চল্যকর Video।