ভয়াবহ অগ্নিকাণ্ড বালিঘাট স্টেশনের কাছে। পুড়ে ছাই বেশ কয়েকটি ঝুপড়ি। বৃহস্পতিবার মাঝরাতে বালিঘাট স্টেশনের টিকিট কাউন্টারের উল্টোদিকে বালিখাল বাসস্ট্যান্ডের পাশে একটি গ্যারেজে আগুন লাগে। স্থানীয় সূত্র খবর, গ্যারেজের ভেতরে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে, এবং পাশের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালি থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়।