যে রাঁধে সে চুলও বাঁধে— বহুল প্রচলিত এ প্রবাদটা যেন জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ প্রবাদের পরিপূরক। এবার সেটাই প্রমাণ করে দেখালেন বেশ কিছু মহিলা। কেন বললাম এবার বলছি। প্রত্যেক মাসে রাজ্য সরকার বিবাহিত মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন। তাতে করে মহিলারা মাস গেলে 500-1000 টাকা পাচ্ছেন। কেউ কেউ সেই টাকা সংসার চালানোর জন্য খরচ করেন। আবার কেউ কেউ তা আগামীদিনের কথা ভেবে সঞ্চয় করে রাখেন। তবে সামনেই দুর্গাপুজো। আর তাই পুজো উদ্যোক্তারা কোমড় বেঁধে কাজ করতে নেমে পরেছেন। আর বাজেটটাও নেহাত কম থাকে না। তবে সচরাচর পুজোর দায়িত্ব পুরুষরাই সামলে থাকেন।