স্কুল পালিয়ে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অষ্টম শ্রেণির এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া থানার বৈকন্ঠপুর শ্মশানের কাছে গঙ্গায়। মৃতের নাম মহম্মদ নিজামুদ্দিন। জানা যায়, স্কুল ফাঁকি দিয়ে বৈকন্ঠপুর শ্মশানের পাশেই গঙ্গায় এরা ছয় বন্ধু মিলে স্নান করতে নামে। তখনই অষ্টম শ্রেণীর ছাত্র মহম্মদ নিজামউদ্দিন জলে তলিয়ে যায়। তারপরই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হয়। নদীর জল কমতেই উদ্ধার হয় ওই ছাত্রের দেহ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই ছাত্রের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিজামুদ্দিনের বাড়ি হাওড়ার পিলখানায়। হাওড়া হাট হাই স্কুলের ছাত্র ছিল সে। একই স্কুলের ছাত্ররা মিলে এদিন বৈকন্ঠপুর শ্মশানের কাছে আসে।