আঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। সাপেদের সঙ্গে পড়াশুনা করছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। আর তাতে একেবারেই হুঁশ নেই পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের। হুগলির গোঘাট দু নম্বর ব্লকের ফুলুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণগঞ্জ মোড় এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। বেহাল পরিস্থিতি নিয়ে একেবারেই চুপ গোঘাট 2 নং পঞ্চায়েত। জানা গিয়েছে, আনেক আগে তৈরি বাঁশের ঝিটেবেড়ার মাটির দেয়ালের ভেঙে পড়েছে। আর সেই ভাঙ্গা দেওয়ালের ফাঁকফোকর দিয়ে অবাধে চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে চাল,ডাল সহ শিশুদের খাওয়ার। শুধু তাই নয়, বনের পাশেই ভাঙা ঝরঝরে অঙ্গওড়ারী কেন্দ্রে বাসা বাঁধছে বনের সাপ।