বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষকে লস্যি খাওয়ালেন তৃণমূলকর্মীরা। আর সেই তৃণমূলকর্মীদের ধন্যবাদ জানালেন বিজেপি নেতা। ভাবতে পারছেন? দিলীপ ঘোষের মুখে তৃণমূলের প্রসংসা? হ্য়া এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে বিজেপি কর্মীরা কেমন মনোনয়ন দিচ্ছে তা দেখতে দুদিন ধরে ঘুরে যাচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার একটা নাগাদ হাজির হয়েছিলেন শালবনি বিডিও অফিসে। বিজেপি কর্মীরা তাঁর কাছে পৌঁছানোর আগেই ঠান্ডা পানীয় জল ও লস্যি নিয়ে এগিয়ে গেলেন তৃণমূল কর্মীরা। পাল্টা সৌজন্যতা দেখান দিলীপ ঘোষ। তাদের কাছে সেটি গ্রহণ করার সাথে সাথে দিলীপ ঘোষ জিজ্ঞাসা করেন- "আপনারা মনোনয়ন দিচ্ছেন না কেন এখনো? করে ফেলুন। ধন্যবাদ আপনাদের।"