রাতে পড়ুয়ারা ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ ঘুম ভেঙে দেখতে পেলেন দাউ দাউ করে জ্বলছে হস্টেল। মানে নিমেষের মধ্যেই যেন হস্টেলের এক একটি ঘরে ঢুকে পড়ছে আগুন। আর আতঙ্কে সিটিয়ে আছেন পড়ুয়ারা। এমনই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা খোদ খড়গপুর IIT-র হস্টেলে। কিন্তু কেন এবং কীভাবে ভোররাতে আগুন ধরে গেল তা বুঝেই উঠতে পাচ্ছেন না কেউ। IIT খড়গপুরের লাল বাহাদুর শাস্ত্রী হলের কমন রুমে প্রথমে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে সোফা, আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র। কাজগপত্র থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক গুরুত্বপূর্ণ নথি। গলগল করে ধোঁয়া বোরোতে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভয় পেয়ে হস্টেল ছেড়ে পালাতে থাকেন অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর ও সালুয়া ফায়ার স্টেশনের দমকলের দু'টি ইঞ্জিন। তারা বিভিন্ন ভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। হস্টেলটি প্রায় ঘিরে ফেলে বিভিন্ন দিক থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, রবিবার ভোর তিনটে নাগাদ হঠাৎই আগুন লাগে। শর্ট-সার্কিটের জেরেই IIT লাল বাহাদুর হলের কমন রুমে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। এর ফলে পড়ুয়াদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান হলেও আগুন লাগার সঠিক কারণ জানতে চাইছে IIT খড়্গপুর কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায় নি IIT কর্তারা ৷ এর পিছনে অন্য কোনও কারণ নেই তো? জানতে চাইছে পড়ুয়া থেকে শুরু করে প্রত্যেকে।