মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার অর্থাৎ ২৮ তারিখ থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টি। ইতিমধ্যেই সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ ও পর্যটকদের সতর্ক করতে নেমে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই সাগর ব্লক জুড়ে প্রশাসনের তরফে চালানো হয় মাইকিং। স্থানীয় মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।